আপনজন ডেস্ক: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যাত্রাপথে দোকানের সামনে থমকে দাঁড়িয়ে হাতে তুলে নিলেন চায়ের দোকানের কেটলি। পুরো দস্তুর ঘরের মেয়ের মতো নিজেই কেটলি ভর্তি চা তৈরি করে কাগজের কাপে করে উপস্থিত সবাইকে চা খাওয়ালেন। মমতার সেই চা বানানো আর চা পরিবেশন করার দৃশ্য উপভোগ করলেন ভিড়ে থিকথিক করা বাসিন্দারা। নন্দীগ্রামের দত্তপুরের চা বানানোর যে উপলব্ধি তা সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন মমতা। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তার চা তৈরির ভিডিও দিয়ে নিজেই লিখলেন, ‘কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তার মধ্যে একটা। আজ দীঘার দত্তপুরে।’ মুখ্যমন্ত্রীকে নিজের দোকানে দেখে উচ্ছ্বাস সামলে চা-দোকানের মালিক মমতাকে বলেন, ‘আপনি আমার দোকানে এসেছেন, তাতেই আমি খুশি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct