কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: ক্যানিং পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জেলা তৃণমুল কো-অর্ডিনেটর পরেশরাম দাস।প্রার্থী নিয়ে এবারই প্রথম তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্যানিং পশ্চিমের তৃণমূল সমর্থকদের দাবি ছিল এলাকার কোন ভূমিপুত্র নির্বাচনে লড়াই করুক। সেই আশা আকাঙ্খা পুরণ হয়েছে তাদের। নিজেদের পছন্দের মানুষ প্রার্থী হওয়ায় স্বভাবতই খুশির জোয়ার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল সমর্থকদের। সোমবার সকালে ক্যানিংয়ের হরিসভা মন্দিরে পুজো দিলেন পরেশরাম দাস। সেখান থেকে সোজা চলে যায় ক্যানিংয়ের ঘোষপাড়া মাস্তানা মঞ্জিল মাজার শরীফে। সেখানে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন।
এরপর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রওনা দেয় রায়বাঘিনী সংলগ্ন গীর্জায়। সেখানে তিনি মোমবাতি জ্বালিয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করে শুরু করেন নির্বাচনী প্রচার। পাশাপাশি দেওয়ালে নিজের নামেই দেওয়াল লিখেই ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। এর পরেই তিনি দলের কর্মী সম্মেলনে
যোগ দেন।
পরেশরাম জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন । উন্নয়নের লক্ষ্যে দল নেত্রীর হাত শক্ত করতে চাই। এছাড়াও দলের নাম টিএমসি নামকরণ এমনিতে হয়নি। টি -টেম্পল(মন্দির),এম - মসজিদ,সি - চার্চ(গীর্জ)। ফলে সর্ব ধর্ম সমন্বয়ে গঠিত তৃণমূল কংগ্রেস।আর সেই কারণেই আজ মন্দির মসজিদ এবং গীর্জায় গিয়ে সকল ধর্মের মানুষের আশীর্বাদ নিয়ে রাজনৈতিক ভাবে প্রচারের ময়দানে নেমেছি।প্রথম দিনেই এলাকার মানুষ ভালোই সাড়া দিয়েছেন।তিনি আরো বলেন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি দলের যিনিই প্রার্থী হোক না কেন তিনি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হবেন।কারণ মমতা ব্যানার্জীর উপর সাধারণ মানুষের আস্থা আজও অটুট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct