আপনজন ডেস্ক: রাজধানী দিল্লিতে প্রায় ১২.৯ শতাংশ মুসলিমের বাস। ২০১১ জনগণনা অনুযায়ী রাজধানীতে প্রায় ১৩ শতাংশ মুসলিম বাস করলেও সেখানকার বেসরকারি স্কুলগুলিতে মুসলিম, পড়ুয়াদের সংখ্যা মাত্র তিন শতাংশ। গবেষণা সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এই তশ্য বরছে মুসলিমদের বেসরকারি স্কুলের অংশ নেওয়ার সংখ্যা তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের তুলনায় অনেক কম। গত ডিসেম্বর মাসে আমেরিকান রিসার্চ ইনস্টিটিউট পর পলিসি ডেভেলপমেন্ট-এর ‘জার্নাল অফ এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট’-এ এ সম্পর্কিত এক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। ওই গবেষণা পত্রটি লিখেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার জান্নাত ফাতিমা ফারুকি ও নতুন দিল্লির ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস-এর কনসালট্যান্ট সুকন্যা সেন। তাদের গবেষণার বিষয় ছিল দিল্লির বেসরকারি নার্সারি স্কুলগুলিতে ভর্তি নিয়ে বিশ্লেষণ।
ওই রিপোর্ট তুলে ধরে জান্নাত ফাতিমা ফারুকি ইংরেজি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের সাংবাদিক মুকুল সিং চৌহানকে জানিয়েছেন, ২০১১ সালের জনগণা অনুযায়ী দিল্লিতে ০-৫ বছল বয়সিদের মধ্যে মুসলিমের হার প্রায় ১৬ শতাংশ। কিন্তু বেসরকারি নার্সারি স্কুলে মুসলিম শিশুদের ভর্তির হার মাত্র ৩ শতাংশ। এব্যাপারে জানানো হয়েছে, দিল্লিতে ১৬৯৫ আন এডেড বেসরকারি স্কুল রযেছে। তার মধ্যে ১২ জেলার ২৮টি বেসরকারির স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য পরিসংখ্যান বলছে মুসলিম শিশুদের ভর্তির হার খুবই নগণ্য। ভর্তির প্রতিযোগিতা পরীক্ষায় মুসলিমরা যে পিছিয়ে পড়েছেওই গবেষণা পত্রে তা তুলে ধরায় রাজধানীতে মুসলিমদের করুণ চিত্র ফুটে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct