আপনজন ডেস্ক: আগে দিল্লি সামলা, তারপর ভাববি বাংলা। এভাবে পুরনো ঢঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন বিজেপির আর শীর্ষ নেতৃত্বকে। আর ব্রিগেড ভরাতে না পারায় বিজেপিকে বি-গ্রেড বলে কটাক্ষ করতে পিছপা হলেন না। সেই সঙ্গে বললেন, স্টেডিয়াম মোদির নামে হয়েছে। একদিন হয়তো দেশের নামটাই মোদি নিজের নামে করে নেবেন। সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক পদযাত্রা মমতা মোদী তথা বিজেপিকে নিশানা করে বললেন, ‘ব্রিগেডটাকে বি-গ্রেড করে দিয়েছে ওরা। ওদের তেকে আমাদের মিছিলে বেশি লোক হয়েছে। টাকা দিয়ে সব হয় না।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন মমতার পদযাত্রা শুরু হয় কলেজ স্ট্রিট থেকে। অার শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। পদযাত্রা শেষে ভাষণ দেন মমতা। তার ভাষণে আক্রমণের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগী অাদিত্যনাথ। তাই উন্নয়নের প্রতীক হিসেবে যে গুজরাতকে সামনে তুলে ধরা হত সেই গুজরাতে নারী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে মমতা বুঝিয়ে দিতে চাইলেন মোদি জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীরা নিরাপদ নয়। মোদি রাজ্য গুজরাতের রাজধানীতে যে ধর্ষণে সংখ্যার বিচারে দেশের মধ্যে সবচেয়ে শীর্ষে সেকথা যেমন স্মরণ করিয়ে দেন, তেমনি যোগী অদিত্যনাথের উত্তরপ্রদেশের কথা তুলে ধরতে কুণ্ঠাবোধ করেননি। মমতা জানান, গুজরাত সরকারের পরিসংখ্যান বলছে গত বছরে ওই রাজ্যে ধর্ষণ হয়েছে ৩ হাজার ৯৫টি। তাই ধর্ষণের শীর্ষে অবস্থান করছে আহমেদাবাদ। আর ধর্ষণের ঘটনায় উপরের দিকে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। তাই বাংলা যে মেয়েদের জন্য সুরক্ষিত নয় সেই অভিযোগ খন্ডন করে মমতা দাবি করেন, বাংলায় মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত। কাজরে তাগিদে সারা দিনরাত বাংলায় মেয়েরা বাইরে থাকরেও তাদের কোনও অসুবিধায় পড়তে হয় না। বাংল্ায় মেয়েরাই যে সবচেয়ে সুরক্ষিত তার পক্ষে সওয়াল করেন মমতা।
তবে, যেভাবে স্টেডিয়ামের নাম মোদির নামে করা হয়েছে তার চরম সমালোচনা করেন মমতা। মমতা বলেন, নিজের নামে স্টেডিয়াম করেছেন মোদি। ভ্যাকসিনেও নিজের ছবি ছাপিয়েছেন। তাই করোনার ভ্যাকসিন নয়, সেটি এখন মোদী ভ্যাকসিন। ইসরোর মহাকাশ যানেও প্রধানমন্ত্রীর ছবি পাঠানো হচ্ছে। কোনওদিন হয়তো দেখা যাবে, ভারতটাই নিজের নামে করে নিয়েছেন। তৃণমূল নেত্রী এদিন ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদিকে একহাত নেন। মমতা বলেন, যেখানে রাজ্যের মানুষ ২ টাকা দরে চাল পাচ্ছেন। সেখানে প্রায় ৯০০ টাকা দিয়ে গ্যাস কিনে তা রান্না করতে হচ্ছে। তবে, এদিনের পদযাত্রা ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে সামনে রেখে হয়। মমতার সঙ্গে পা মেলান এবারের বেশ কয়েকজন বিধানসভার তৃণমূল প্রার্থী। তাদের মধ্যে বেশিরভাগই টলিউডের নায়িকা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়দের দেখা যায় মমতা সঙ্গে। যদিও সাংসদ কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্যকেও মমতার সঙ্গে পা মেলাতে দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct