এহসানুল হক, বসিরহাট: বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সদ্য সিপিএম থেকে ফিরে আসা রফিকুল ইসলাম। তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে অসন্তোষের দানা বেঁধেছে। যেদিন থেকেই প্রার্থী ঘোষণা হয়েছে সেদিন থেকেই বসিরহাট উত্তর বিধানসভা উত্তাল, কখনো কখনো টাকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ হচ্ছে। আবার কখনও কর্মীদের এক জায়গায় করে কর্মীদের নিয়ে বৈঠক হচ্ছে ।এদিনই তেমনই চিত্র দেখা গেল বসিরহাটের মাটিয়া থানার পাশে এটি বিয়েবাড়ির হলে। বহু কর্মী-সমর্থকদের নিয়ে বসিরহাটের উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ বৈঠক করলেন। পরে তিনি সাংবাদিকদের জানান আমার এলাকায় তেরোটি পঞ্চায়েত রয়েছে। সেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, কর্মাধ্যক্ষ সহ সমস্ত নেতৃত্ব জেলা প্রতিনিধির কাছে পদত্যাগপত্র পাঠাচ্ছি। কারণ তিনি এদিন বলেন, আগামী লোকসভা কেন্দ্রে ৮৭ হাজার ভোটে লিড দিয়েছিলাম এই বসিরহাট উত্তর বিধানসভা থেকে। তেরোটি পঞ্চায়েত ব্যাপক সাড়া ফেলেছিল। আমরা পাঁচটা বছর মাটি কামড়ে ছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে মানুষের পাশে। কিন্তু দল যে ব্যবহার করল সেটা কোন মতেই মেনে নেব না। আমরা সেই জন্য আগামীকাল থেকে পঞ্চায়েতের পঞ্চায়েতের সভা করব। তার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের রাই নেওয়া হবে। মানুষ যেটা বলবে সেটাই আমরা করব। এদিন চেয়ারম্যানসহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সভায় তাদের কথায় রনিদা আমাদের সবসময় পাশে ছিলেন। যে সিপিএম থেকে তৃণমূল এসেছে কয়েকদিন আগেই তাকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু রনিদা যিনি তৃণমূল কংগ্রেসকে সুন্দরভাবে সাজিয়ে ছিলেন। তাকে প্রত্যাখ্যান করেছে দল। তাই আমরা কোনও মতেই মেনে নেব না। এদিন এটিএম আব্দুল্লাহ রনি আরো বলেন, মানুষের স্বার্থে আগামী মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ মাটিয়া হাই স্কুল মাঠে এক জনসভায় হবে। সকল বুদ্ধিজীবী মানুষদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছি। এদিন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি জানান, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়জায়গায় সমস্যা হচ্ছে আমরা বসে মিটিয়ে নেব। এই দিন এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি প্রাণপণ চেষ্টা করব সবাইকে নিয়ে উত্তর বিধানসভা কেন্দ্র থেকে দিদিকে উপহার দেওয়ার। সঙ্গে বহু সিপিএম কর্মী-সমর্থকরা আছেন।তারা তৃণমূল কংগ্রেস হয়েই লড়বেন বলে আশা প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct