সেখ সামসুদ্দিন, মেমারি: পূর্ব বর্ধমান জেলা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যেগে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে ১৯ নম্বর ওয়ার্ডে রবিবার একটি ফ্রি হার্ট চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বনাম ধন্য চিকিৎসক ডাক্তার কুনাল সরকার এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। এছাড়াও আরও ৭ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। বর্ধমান পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থী খোকন দাস এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন এবং নিজেও শরীরের চেকআপ করান। তার শরীরে কোন রোগ আছে কিনা, শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন মানুষ এই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সংখ্যালঘু সেলের সভাপতি ইমরান ইয়াকুব বলেন, অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণেযারা কলকাতায় গিয়ে ডাক্তার কুনাল সরকারের কাছে চিকিৎসা করাতে পারেন না, আর যদিও পান দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। তাই তারা এখানে চিকিৎসার সুযোগ পেলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct