মোল্লা মুয়াজ ইসলাম, মন্তেশ্বর: মন্তেশ্বরে উন্নয়নই প্রধান লক্ষ্য। একথা বললেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের এবারের বিধানসভার প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রথম প্রচারে মন্তেশ্বর বিধানসভা এলাকার সাতগেছিয়া ক্যানেল পার এলাকার এক পার্টি অফিসে ওই এলাকার নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করেন। ওই কর্মী বৈঠকে সিদ্দিকুল্লাহকে স্বাগত জানান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও মেমারি ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ মহাম্মদ ইসমাইল। সিদ্দিকুল্লাহকে স্বাগত জানাতে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের সব প্রধান, যুব সভাপতি, এসসি ও এসটি সেলের সভাপতি, মাইনোরিটি সেলের সভাপতি সহ দলের বহু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সিদ্দিকুল্লা চৌধুরী সমস্ত বুথ লেবেল কর্মী থেকে শুরু করে, দেওয়াল লিখনকারী এবং ঝান্ডা লাগানো কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জীর তিনি প্রার্থী, মমতা ব্যানার্জী মানুষের জন্য যা করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেন্দ্রের বিজেপি সরকার ও তার প্রধানমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারাবার জন্য রাজ্যে ডেইলি প্যাসেঞ্জার হয়ে গেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাহায্য তিনি কামনা করছেন। এই এলাকার একশো শতাংশ উন্নয়নের তিনি অংশীদার হবেন।
মেমারি ২ব্লক মন্তেশ্বর বিধানসভার মধ্যে পড়ে। ওই ব্লকের সভাপতি মহাম্মদ ইসমাইলের প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লাহ সাতগেছিয়া কলেজের ব্যাপারে সর্বত্র ভাবে সাহায্যের হাত বাড়াবেন বলে অঙ্গীকার করেন। চৌধুরী সাহেবের সঙ্গে আসা বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন, প্রার্থী সিদ্দিকুল্লা নবী মুহাম্মদ সা.-এর অনুসারী। নবী সর্বদা মানুষের ভালো করে এসেছেন। সিদ্দিকুল্লা চৌধুরীও মানুষের ভালো করবেন। কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল এর সদস্য প্রসূন দত্ত বলেন, এই এলাকার মানুষের ভাগ্য ভালো যে তার মতো একজন প্রার্থী এই এলাকার মানুষ পেয়েছেন। প্রসূন দত্ত সিদ্দিকুল্লা চৌধুরীকে জেতানোর আহব্বান জানান। যুব সভাপতি হিমাদ্রি মণ্ডল বলেন, সিদ্দিকুল্লাকে এই এলাকায় ব্যাপক ভোটে জেতাবার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা মেমারি ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাম্মদ ইসমাইল বলেন, গোটা রাজ্যের সমস্ত জায়গার প্রার্থী মমতা ব্যানার্জী। তাকে দেখেই ভোট হবে। তবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মরত্ একজন গুণী মানুষ ও বহু আন্দোলনের এক ব্যক্তি প্রার্থী হওয়ায় আমরা খুব খুশি। তাকে জেতানোর জন্য সমস্ত কর্মীরা প্রাণপণ লড়াই করবেন |
অন্যদিকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক বলেন, সিদ্দিকুল্লা চৌধুরী ব্যাপক ভোটে জয়লাভ করবেন। তারা চৌধুরী সাহেবের হয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছেন। আজিজুল হক আরো বলেন মন্তেশ্বর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে বিজেপির কোনো প্রভাব নেই। আরো বেশি মার্জিনে জেতাবার অঙ্গীকার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct