রফিকুল হাসান, বারাসত: প্রত্যাশা মতো উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন হাজী নুরুল ইসলাম। আর হাজী নুরুল ইসলামের নাম ঘোষণা হওয়ার পর থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যে হাড়োয়া বিধানসভার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, মমতা বন্দ্যোপাধ্যায় এর স্নেহধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে। শুধু দেওয়াল লিখন নয়, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর প্রচার। তৃণমূল কর্মী সমর্থকরা শুধু নয়, বিভিন্ন ইমাম সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনও হাজী নুরুল ইসলামের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন।
এ ব্যাপারে হাজী নুরুল ইসলাম বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের অভিভাবক তথা পথ প্রদর্শক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি দ্বিতীয়বারের জন্য আমাকে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছেন। এরজন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা, সালাম ও অসংখ্য ধন্যবাদ। মানুষের সেবা করাই থাকবে আমার মূল লক্ষ্য বলে জানান হাজী নুরুল। কবে প্রচার শুরু করছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট এসেছে বলে প্রচার করতে হবে এমনটা ঠিক নয়। সারা বছর ধরে মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে। বিভিন্ন ব্লক, অঞ্চল থেকে শুরু করে বুথ ভিত্তিক মিটিং আমি করে ফেলেছি বলে তিনি জানান। তবে নেত্রী সুযোগ দিয়েছেন, তাই মানুষের দুয়ারে দুয়ারে যাবো। তাঁদের কথা শুনবো, মানুষের সেবা করবো বলে জানান হাজী নুরুল। ইতিমধ্যে তাঁর সমর্থনে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচারও শুরু হয়ে গেছে। কি বলবেন? এ ব্যাপারে হাজী নুরুল ইসলাম বলেন এটা মানুষের একটা আবেগ, ভালোবাসা। তাই তাঁরা আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছে। উল্লেখ্য, গত ২০১৬ বিধানসভা নির্বাচনে এই হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে হাজী নুরুল ইসলাম ৪৪ হাজার ভোট লিড দিয়েছিল। পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে এই হাড়োয়া বিধানসভা থেকে লিড বেড়ে দাঁড়ায় ৯৮ হাজার ৫০০ ভোটে। ভোটের সেই লিড কি ধরে রাখতে পারবেন? এ প্রশ্নের জবাবে হাজী নুরুল বলেন, এবার আমরা ১ লক্ষ এর উপর ভোট লিড দিয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct