আরসিনা মল্লিক, নদিয়া: ভোটের বাদ্যি বেজেছে সংসারের মতোই। তাই বিভিন্ন রাজনৈতিক দলের মহিলারা ঘর গোছাতে ব্যস্ত। কথায় আছে ঢেঁকি ধান ভাঙে স্বর্গে গেলেও। আবার সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক তেমনি যে কোনো রাজনৈতিক দলই একটা পরিবার ভোটের বাদ্যি বাজলে ব্যস্ত হয়ে পড়েন সকল সদস্যই। তবে মহিলারা অনেক বিচক্ষণ সাশ্রয়ী যখন রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর পুরুষ কর্মীরা প্রত্যেকেই চায়ের দোকানে এবং বিভিন্ন রাজনৈতিক গল্পে মত্ত থাকেন কিন্তু ঝান্ডা ফ্লেক্স ব্যানার বা অন্য কোনো রাজনৈতিক সরঞ্জাম সবটাই গুছিয়ে পার্টি অফিসে রাখেন তারাই। এমনকি দলীয় পতাকা কুঁচকে জড়ো সড়ো না হওয়ার জন্য বিছানার তলায় বা কোনো ভারী জিনিসের নীচে চে রাখেন, কেউ বা লাঠি ভরার সেলাই করা অংশ খুলে গেলে তা মেরামতি করেন সুচ সুতো দিয়েই! পতাকার রং লাল হোক বা গেরুয়া তেরঙ্গা না অন্য কিছু, মতাদর্শগত ভাবে পার্থক্য থাকলেও মহিলাদের আন্তরিকতা কিন্তু সর্বত্রই এক। অন্তত আমরা তাদের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি। প্রত্যেক দলের মহিলাদের একই কথা সামনেই নির্বাচন পার্টি অফিসের আনাচে-কানাচে অযত্নে পড়ে থাকা দলীয় পতাকা যদি হাতের কাছে গোছ করে রাখতে পারি, তাহলে পদযাত্রা হোক বা মিছিল, বাড়ি বাড়ি প্রচার হোক বা সভা-সমিতি সবক্ষেত্রেই সৌন্দর্য বৃদ্ধি করে, বাড়ে কর্মীদের মনোবল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct