হাসিবুর রহমান, ঘুটিয়ারি শরিফ: রাজ্য রাজনীতিতে খুব অল্প দিনের নতুন মুখ হিসেবে উঠে এসেছে আইএসএফ। পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই দলের কয়েকদিন আগে ব্রিগেডের জনসভা বাম কংগ্রেসের সঙ্গে ব্রিগেডের সভায় যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আইএসএফ অভিযোগ করে, শাসকদলের লোকজন তাদেরকে বিভিন্ন এলাকায় বাধা সৃষ্টি করে। তবে, বাধা উপেক্ষা করে ব্রিগেড সেরে ফিরে আসার পর কিছু এলাকায় দুদল সমর্থকের মধ্যে সংঘর্ষের খবর মেলে। নির্বাচনের প্রাককালে সেই ঝামেলার পর থেকে নজর রেখেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চল জুড়ে টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করার সাথে সাথে বুথগুলো পরিদর্শন করে। স্থানীয় মানুষদের কাছে ভোট দিতে কোনও অসুবিধা কিনা জানতে চাওয়া হয়। ভোট দেয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করা হলে তাদেরকে জানানোর কথা বলেন। কোন সমস্যা থাকলে লোকাল পুলিশের জানিয়ে নির্বিঘ্নে ভোট দিতে বলা হয়। তারা শান্তি রক্ষায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সেই উদ্দেশ্যেই রুট মার্চ বলে জানান তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct