আপনজন ডেস্ক: সরকারি উচ্চ পদস্থ আধিকারিকদের উপরই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। মূলত তারাই দেশ চালান। এবার সেই উচ্চ পদস্ধ এক আধিকারিক রাজ্যের উন্নয়নে নজির সৃষ্টি করলেন। বিশেষ করে শিক্ষার প্রসারে। ঝাড়খন্ডের জামতারা জেলার জেলাশাসক ফাইজ আকিল আহমেদ মুমতাজ মাত্র পাঁচ মাসে ১১৮টি পতিত সরকারির ভবনকে লাইব্রেরিতে রূপান্তরিত করলেন। ইতিমধ্যে ১০০টি লাইব্রেরির উদ্বোধন করেন তিনি নিজে। আর মাত্র একটি লাইব্রেরি চালু হতে বাকি আছে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোচিংয়ের এই প্রাক্তনী ২০১৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ১৭তম স্থান অধিকার করেছিলেন।
আইএএস ফাইজ জানিয়েছেন, সমস্ত লাইব্রেরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবতীয় বইপত্র রাখা হবে। এক সপ্তাহের মধ্যে সরকারির আধিকারিকরা এই সব লাইব্রেরি পরিদর্শন করেছেন যাতে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের গাইড করা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকবাবে ৩০টি লাইব্রেরিতে পরিকল্পনা থাকলেও জেলরা ১১৮টি পঞ্চায়েতে সেগুলি করা সম্ভব হয়েছে। আর বিভিন্ন গ্রাম থেকেও অনুরোধ আসছে।
ফাইজ বলেন, এখন আর পড়ুয়াদের পাটনা বা দিল্লিতে যেতে হচ্ছে না সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। গ্রামে বসেই সেই সুযোগ পাচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত সমাজের পড়ুয়ারা। ফাইজের এই উদ্যোগকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যাবতীয় সমর্থন ও সহযোগিতা করছেন বলে তিনি জানান।
আইএএস হওয়ার পর ফাইজ প্রথমে এসডিও, পরে ডেপুটি ডিএম, ট্রান্সপোর্ট কমিশনার হন। গত বছরের জুলাই মাসে তিনি জামতারা জেলার জেলাশাসক পদে আসীন হন।
ফাইজ বিহারের মুজাফফরপুর জেলা থেকে উঠে এলেও তার স্কুলপাঠ দার্জিলিংয়ে। তারপর তিনি দিল্লিতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct