ফৈয়াজ আহমেদ: আকাশের চাঁদ সত্যি সত্যি ধরা দিতে যাচ্ছে জাপানি ধনকুবেরকে। কিন্তু চাঁদ ছোঁয়ার এসৌভাগ্যে তিনি সঙ্গী করতে চান অন্যদেরও।চন্দ্রভ্রমণের সঙ্গে নিতে চান বিশ্বের নানাপ্রান্তের আটজনকে।সেই চাওয়া থেকেই বিনাখরচে চাঁদে যেতে আগ্রহী লোকজনকে খোলাখুলি প্রস্তাবও দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, এই বিরল প্রস্তাব দেওয়া ব্যক্তিটি হলেন জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকুমায়জাওয়া (৪৫)।স্পেসএক্সের তৈরি নভোযানে করে ওই চন্দ্রঅভিযানে যেতে ২০১৮ সালে তিনিই প্রথম বুকিং করেছেন। এজন্য প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন তিনি।তবে এই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। ২০২৩ সালের প্রথম দিকে ওই অভিযান শুরু হতে পারে।
মায়জাওয়া বলেন, তার সঙ্গে চাঁদে যেতে তিনি ছয় থেকে আটজনকে আমন্ত্রণ জানিয়েছেন। গত বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ওই চন্দ্রঅভিযানে অংশ গ্রহণের আবেদন সংক্রান্ত প্রক্রিয়ার কথা তুলে ধরেছেন তিনি।
মায়জাওয়া বলেন, এই মিশনে আমার সঙ্গে অংশ নিতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সারা বিশ্ব থেকে আপনাদের মধ্যে আটজন এই সুযোগ পাবেন। তিনি আরো বলেন, আমি সব আসন কিনে নিয়েছি।তাই এটিহবে একটি ব্যক্তিগত অভিযান।
এই ধনকুবের বলেন, সব মিলিয়ে নভোযানে ১০ থেকে ১২ জন থাকবেন। পৃথিবীতে ফেরত আসার আগে গোটা চাঁদপ্রদক্ষিণ করবে এটি।অভিযানে যেতে ১৪ মার্চের মধ্যে করতে হবে প্রাক-নিবন্ধন। ২১মাচ পর্যন্ত চলবে প্রাথমিক বাছাই কাজ। পরের ধাপে থাকবে ‘অ্যাসাইনমেন্ট’ ও অনলাইনে সাক্ষাৎকার। তবে এর জন্য সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।তবে চূড়ান্ত অভিযান ও স্বাস্থ্য পরীক্ষা আগামী মে মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানায় মায়জাওয়ার ওয়েবসাইট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct