আপনজন ডেস্ক: হামলার দু বছরের মাথায় ফের হামলার হুমকি দেওয়া হল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে। জানা গেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড ইসলামিক সেন্টার ও আল নুর মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। তবেম এই হুমকি ফোনে নয়, অনলাইনের দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে এরইমধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ব্রেন্টন ট্যারান্ট নামের ২৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নূর মসজিদ ও লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাসী ছিল। গত বছর তাকে বিনা প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর কয়েকদিন পরেই ওই হামলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হবে। আর সেদিন আবারও ওই দুই মসজিদে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হুমকিদাতা হিসেবে প্রথমে দুইজনকে আটক করেছিল তারা। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। অপরজনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
এরইমধ্যে ২৭ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানের অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার তাকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করার কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct