কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: দুই যুবকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বছর সত্তর বয়সের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে ক্যানিংয়ের মাতলা ব্রীজ সংলগ্ন রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের কচুখালি গ্রামের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী। কাজের তাগিয়ে গত তিন চার দিন আগে কলকাতায় গিয়েছিলেন তিনি। এদিন সকালে কলকাতা থেকে ট্রেনে চেপে ফিরে ক্যানিং স্টেশনে নেমে ছিলেন। বাড়ি ফেরার জন্য সেখানে অটো ধরার তাগিদে মাতলা ব্রীজ সংলগ্ন অটো স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি অটো বাসুদেব বাবুকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন। রাস্তায় পড়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকেন। সাত সকালে কয়েকজন পথচারীর নজরে এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও কোন প্রকার ভ্রূক্ষেপ না করে যে যার গন্তব্যস্থলে বেরিয়ে যায়। সেই সময় নকুল মন্ডল ও স্বপন সরদার নামে দুই বন্ধু কলকাতায় কাজে যাচ্ছিলেন। দুই বন্ধু বৃদ্ধ বাসুদেবকে কোলে তুলে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে ওই ব্যাক্তির অবস্থা আশাঙ্কাজনক হলে পুনরায় দুইবন্ধু ওই বৃদ্ধকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ।
বাসুদেব বাবু জানিয়েছেন, ‘অটোর ধাক্কায় রাস্তায় পড়ে চিৎকার করছিলাম। কেউ আসেনি কাছে। আচমকা ওই দুই যুবক আমাকে রাস্তা থেকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। পরে ওই দুই যুবক কলকাতায় কাজে চলে যায়। দুই যুবকের জন্য প্রাণে বেঁচেছি। না হলে রাস্তায় যেভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে পড়েছিলাম, হয়তো মরেই যেতাম। ঈশ্বরের কাছে কামনা করি দুই যুবকের যেন সব সময় মঙ্গল হয়’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct