নাজিম আক্তার, চাঁচল: একুশের নির্বাচনে হায়দ্রাবাদি দল মিম ও আব্বাস সিদ্দিকীর আইএসএফ দলকে রুখতে তৃণমূল সমর্থিত নস্য সেখ উন্নয়ন পরিষদের সভা হল বৃহস্পতিবার। এদিন চাঁচল বিধানসভা নস্য সেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে মালদহের চাঁচলের রানীকামাতের একটি বেসরকারি ভবনে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নস্য সেখ উন্নয়ন পরিষদের কার্যকরি সভাপতি মোহাম্মদ সারওয়ার আলি।এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা নস্য সেখ কমিটির আহ্বায়ক আব্দুল খালেন,চাঁচল-১ নং কমিটির আহ্বায়ক সাহাজান আলি সহ কমিটির সদস্যরা।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা আগে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক দাবি তুলে ধরেন।
তারা জানান,কামতাপুরী ভাষাকে জাতীয় ভাষা মর্যাদা,তাদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ও একুশের বিধানসভার তৃণমূলের দলীয় প্রতীকে নস্য সেখদের আসন পাওয়ার দাবি তোলেন। মূলত উত্তরবঙ্গের ৫৪ টি আসনের মধ্যে ৫ টি আসন থেকে নস্য সেখদের প্রার্থী দিতে হবে। যদিও তারা জানান, চাঁচল, ইটাহার, হরিরামপুর ও উত্তরবঙ্গের আরোও দুটি নস্য সেখ অধ্যুুষত বিধানসভা এলাকার প্রার্থীর দাবি তুলে নবান্নে দাবি পত্র পেশ করেছেন বলে জানিয়েছেন নস্য সেখ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সারওয়ার। সারওয়ার বলেন, যদি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দাবি পত্র অনুসারে উল্লেখিত বিধানসভার আসনগুলিতে প্রার্থীর সুযোগ করে দেয় তাহলে তারা একদিকে যেমন বিজেপি,মিম ও আইএসএফ দলকে রুখতে পারবে, অপরদিকে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী। তবে দাবি না মানা হলেও ঘাসফুল প্রতীকের সমর্থনে ভোট করবেন বলে জানিয়েছে নস্য সেখ কমিটি।
তারা জানান, ২০১৮ সাল থেকে কামতাপুরী ভাষাকে জাতীয় মর্যাদা ও নস্য সেখের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি নিয়ে ব্লক স্তর থেকে শুরু করে জেলাশাসক ও বিভিন্ন মহলে ডেপুটেশনের পাশাপাশি দাবি পত্র রেখেছেন।
এবছরের ২২ শে ফেব্রুয়ারি তাদের দাবি গুলোকে মর্যাদা দিয়ে মমতা ব্যানার্জি নস্য সেখ উন্নয়ন পরিষদ গঠনের পরামর্শ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct