মোহাম্মদ সানাউল্লা, হাঁসন: হাঁসন বিধানসভা কেন্দ্রের রামপুরহাট ২ নম্বর ব্লক এবং নলহাটি দু’নম্বর ব্লকে সিনিয়র সিটিজেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও কোভিড সাসপেক্ট লোকজন বাড়িতে বসে ভোট দেবেন। কিন্তু নলহাটি ২ নম্বর ব্লকে ছ’হাজার ছয়শো সিনিয়র সিটিজেন কোথায় পেল? ছয় হাজারের উপর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কোথায় পেল? খেলা হবে বলে যে স্লোগান তোলা হয়েছে, সে খেলা আমি ধরে ফেলেছি। বললেন, হাঁসন কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।
ইতিমধ্যে সাংসদ ও বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আলোচনা করে জেলা নির্বাচন আধিকারিক এর কাছে অভিযোগ জানানো হয়েছে। মিল্টন রশিদের অভিযোগ হাঁসন বিধানসভা কেন্দ্রের রামপুরহাট দুই নম্বর ব্লক ও নলহাটি ২ নম্বর ব্লকে সিনিয়র সিটিজেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও কভিড সাসপেক্ট লোকজন বাড়িতে বসেই ভোট দেবেন। রামপুরহাট দুই নম্বর ব্লকে সাতাশ শো এবং নলহাটি দু’নম্বর ব্লকে ছয় হাজার ছয়শো এই গ্রুপের ভোটার। যদিও প্রশাসন আমাদের সেই ভোটার তালিকা দিতে চাননি। আমার প্রশ্ন এই তালিকা কে করলো? এত যদি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হয়, তারা কি আদৌ ভাতা পান? সিনিয়র সিটিজেনদের জায়গায় কম বয়সীদের নাম ভরে দেয়া হয়েছে বলে অভিযোগ।
মিল্টন রশিদ আরো বলেন, শাসক দল যাদের ডাউট ভোটার মনে করছে, সেই বাড়িতে গুন্ডাদের নিয়ে প্রশাসন ঢুকবে। তারপর লাল চোখ দেখিয়ে ভোট করিয়ে নেবে। নিয়ম অনুযায়ী পুলিশ পার্সোনাল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যাবে সে বাড়িতে পোস্টাল ব্যালট নিয়ে। আর তখনই হবে খেলা, আমার দাবি পুলিশ নন, প্যারামিলিটারি ফোর্স থাকুক। রশিদ আরও বলেন, মানুষের কাছে অনুরোধ প্রশাসনের লোক কাগজে সই করাতে গেলে বলুন বুথে ভোট দেব। ঘরে রক্ত চক্ষু দেখিয়ে ভোটের খেলা খেলে বাড়ি দখল নিতে চাইছে। ঈদের দিন, দশমীর দিন বাড়ির মধ্যে কেউ আবদ্ধ থাকে না। গণতন্ত্রের উৎসবে ঘরে বসে থাকবেন না। আপনার ইচ্ছে মত আপনি ভোট তলায় গিয়ে ভোট দেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct