আপনজন ডেস্ক: মুসলিমদের কাছে সৌদি আরবের জমজম কূপ খুবই সম্মানের। সেই কূপ থেকে নির্গত পানীয় জল পবিত্র মনে করে থাকেন মুসলিমরা। সেই জমজম কূপের প্রাক্তন প্রধান ইঞ্জিনিয়ার ড. ইয়াহইয়াহ হামজা কোশক গত ২ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সৌদি সংবাদ মাধ্যম সূত্র জানিযেছে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সৌদি আরব। ইঞ্জিনিয়ার ড. ইয়াহইয়া হামজা কোশককে সৌদি আরবের ইঞ্জিনিয়ারিংয়ের জনক হিসেবে পরিচিত। জমজম কূপসহ অনেক উন্নয়ন কাজে অবদান রেখেছেন জনক ড. কোশক। পবিত্র নগরী মক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম নেন প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক। তার পিতা মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। হজ মৌসুমে তার বাবা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ তুর্কি থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনিই প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্রসারণে কূপেরে ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির মহাপরিচালক ছিলেন। সৌদির প্রেস ও প্রকাশনা সংস্থার সদস্যও ছিলেন তিনি। স্বভাবতই সৌদ অারব এক গুণী মানুষকে হারাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct