আপনজন ডেস্ক: ভাঙড়ের তৃণমূল নেতা অহেদালি শেখ এবং অভিনেতা জুনায়েদ খানের মিলিত প্রয়াসে তৈরি ‘জয় বাংলা’ গানের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখার্জী।এই গান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার কথা জানান মন্ত্রী সুব্রত মুখার্জী।
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ‘জয় বাংলা’ গানের উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুব্রত মুখার্জী সহ বিধায়ক ইদ্রিস আলী, দক্ষিণ ২৪ তৃণমূল মাইনোরিটি সেলের কার্যকারি সভাপতি অহেদালি শেখ সহ অভিনেতা জুনায়েদ খান, অভিনেত্রী মাহি সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
এই জয় বাংলা গান টি রচনা করেছেন অভিনেতা জুনায়েদ খান। গানটি রিলিজ করতে এগিয়ে আসেন ভাঙড়ের তৃণমূল নেতা অহেদালি শেখ। মূলত ভাঙড়ের আনাচে কানাচে গানের শুটিং করা হয়। গানের বেশিরভাগ অংশেই দেখা যায় তৃণমূল নেতা শেখ এবং অভিনেতা জুনায়েদ খান কে। মন্ত্রী সুব্রত মুখার্জি এবং বিধায়ক ইদ্রিস আলী এই গানের উদ্বোধন করে উদ্যোক্তা অহেদালি শেখ এবং অভিনেতা জুনায়েদ খানকে ধন্যবাদ জানান এবং এই গান তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান। এর পাশাপাশি সুব্রত মুখার্জীর হাত ধরে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অভিনেতা জুনায়েদ খান। আগামী বিধানসভা নির্বাচনের প্রাচারে এই গান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct