আপনজন ডেস্ক: পশ্চিমা তথা ইউরোপের দেশগুলিতে অতি আধুনিকতার স্রোত। তাই তারা যে কোনও ধর্মের প্রসার প্রভাবের বিরোধী। ইদানীংকালে সেই বিরোধিতা বেশ ভাল রকম চাগিয়ে উঠছে। এর জেরে সেখানে ক্রমশ বাড়ছে ইসলাম বিদ্বেষ। ইতিমধ্যে ইউরোপ সহ বেশ কয়েকটি পশ্চিমি দেশে বোরকা, হিজাব নিষিদ্ধ রয়েছে। সেই পথে এগিয়ে চলেছে সুইজারল্যান্ড। উদার মানসিকতার দেশ বলে পরিচিত সুইজারল্যান্ডে মুসলিম মহিলাদের ইসলামি পোমাক বোরকা নিষিদ্ধ হবে কিনা তার জন্য সুইজারল্যান্ডে এবার আগামী ৭ মার্চ গণভোটের আয়োজন করা হয়েছে। জনগণের মতামতের উপর ভিত্তি করেই বোরকা নিষিদ্ধের পথে এগোতে চাইছে সুইজারল্যান্ড। এদিকে বোরকা নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কায় অস্বস্তিতে রয়েছে সুইজারল্যান্ডের মুসলিমরা। এ নিয়ে সংবাদমাধ্যমকে ভ্যালেন্টিনা নামের এক নারী বলেন, আমি যখন নিকাব পরি তখন নিজেকে নিরাপদ মনে হয়। সুইজারল্যান্ডে প্রস্তাবিত আইনের বলা হয়েছে কেউ জনসম্মুখে মুখ ঢাকতে পারবে না। কাউকে তাদের লিঙ্গের উপর ভিত্তি করে মুখ ঢাকতে পারবে না। তবে কোনো স্বাস্থ্যগত কারণ কিংবা ঐতিহ্যবাহী উৎসবে এই আইনের ব্যতিক্রম ঘটানো যেতে পারে বলেও সুইস আইনে বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে সুইজারল্যান্ডের মুসলিমরা মনে করেন সমাজে তাদের একঘরে করে রাখার জন্যই এমন আইন প্রণয়ন করতে যাচ্ছে সুইস সরকার। তাই আগামী ৭ মার্চ গণভোটে কি রায় হয় সেদিকে তাকিয়ে সেখানকার মুসলিমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct