আপনজন ডেস্ক: গত ৩রা ফেব্রুয়ারী মুর্শিদাবাদের সুতির নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নামল এনআইএ। বুধবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র চারজনের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে পৌঁছন। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। ২ নম্বর প্ল্যাটফর্মে ঘটে যাওয় বিস্ফোরণ স্থলে তদন্তকারীরা খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। গত ১৭ ই ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাবার সময় শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনার তদন্ত শুরু করে রাজ্য সরকারের গঠিত সিট । ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সইদুল ইসলাম ও আবুসামাদ তারা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। এর মাঝেই বোমা কাণ্ডের সঠিক তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct