জুলফিকার মোল্যা, হাসনাবাদ: স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে ক্যান্সার রোগীর ফ্রি চিকিৎসা পেলে একটি দুস্থ পরিবার। উত্তর ২৪ পরগনার জেলার হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় অসহায় দরিদ্র পরিবার চিকিৎসা করার মতো কোনো টাকা-পয়সা ছিলনা।
প্রথম দিকেই চিকিৎসা করাতে পারলেও টাকার অভাবে তা মাঝপথে বন্ধ হয়ে যায় এমনই অভিযোগ পরিবারের। এছাড়াও আরো জানা যায় গতকাল কয়েক মাস ধরে ক্যান্সার আক্রান্ত বছর ৫০ এর গফ্ফার গাজী প্রথমে বসিরহাট হাসপাতালে চিকিৎসা চললেও পরীক্ষা-নিরীক্ষা ডাক্তারি খরচ এতটাই যে অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসা করতে পারছিলেন না বলে জানান ক্যান্সার আক্রান্তের ভাই মাজেদ গাজী।
এরপর হাসনাবাদের ব্লক প্রশাসনের তরফ থেকে এই অসহায় এর কথা জানতে পেরে এবং ব্লক সভাপতি লক্ষী দলুই এর তৎপরতায় দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড হাতে পান ওই ক্যান্সারাক্রান্ত পরিবার।
এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্যান্সার চিকিৎসা পায়ে বলে জানান পরিবার। ফ্রি চিকিৎসা পেয়ে অনেকটা খুশি পরিবারের লোকেরা।এই বিষয়ে পরিবারের সদস্যদের বক্তব্য মাননীয়া মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করায় আমাদের মত গরীব মানুষ ফ্রি চিকিৎসা পাচ্ছে। তাই পুনরায় ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।
এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী দলুই জানান ক্যান্সারাক্রান্ত পরিবার থেকে একদিন আমার সাথে যোগাযোগ করে ।আমি উনাদের সব কথা শুনে সাথে সাথে বিডিওর কাছে স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার জন্য সুপারিশ করি।
বিডিও সাহেব গুরুত্ব সহকারে ওই পরিবারের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেন। যার ফলে ফ্রি চিকিৎসা পেয়েছে ওই দরিদ্র পরিবার। স্বাস্থ্য সাথীর কার্ড মাধ্যমে চিকিৎসা পাওয়ায় আমি ভীষণ খুশি। আরো বহু দরিদ্র মানুষের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুবিধা পায় তার জন্য আমরা বদ্ধপরিকর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct