সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: ‘কল আছে, জল নেই’, এবার তাই পানীয় জলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের নবোদয় পল্লীর বাসিন্দারা। তাদের অভিযোগ, পাড়ার পানীয় জলের একমাত্র উৎস টিউবওয়েলটি দীর্ঘদিন অচল। বার বার পৌরসভায় ঐ এলাকায় একটি সাবমার্শিবেল তৈরীর দাবি জানালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। এই অবস্থায় ঐ এলাকার ২০০ টি পরিবার ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানান।
আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিষ্ণুপুরের রাজনৈতিক আবহাওয়া। প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন, মুখ্যমন্ত্রী বলেন ১০০ শতাংশ কাজ হয়েছে। কি কাজ হয়েছে তা তৃণমূল স্তরে মজর রাখলেই বোঝা যাবে। রাজ্য ওশম কেন্দ্রে কাটমানি ও পুঁজিপতিদের সরকার চলছে বলে তিনি দাবি করেন। তবে এ ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় এক বিরোধী দেলের নেতা মোহুর আলী মল্লিক বলেন, যারা জলের সমস্যা মেটাতে পারছে না তারা পৌরসভা কি করে চালাবে যারা জলের সমস্যা মেটাতে পারছে না তারা নাকি আবার সরকার চালাবে।
তবে সাধারণ মানুষের কাছে ভোট বয়কট না করার আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেন বিষ্ণুপুর শহরবাসীর কাছে আমার আবেদন ভোট বয়কট না করে এর জবাব ব্যালটে দেন।
তৃণমূল নেতা ও বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী তাঁর পূর্বসূরীদের দোষারোপ করে বলেন, ওনারা কাজ করেননি। আমরা আড়াই থেকে তিন মাস দায়িত্ব পেয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct