এহসানুল হক, বসিরহাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এমনই কথা বললেন বসিরহাট দক্ষিণ বিধানসভা চেয়ারম্যান দীপেন্দু বিশ্বাস। এদিন বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দের নিয়ে শাক চূড়ায় একটি বৈঠক করেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক বলে জানা গিয়েছে ।উল্লেখযোগ্যভাবে এদিন উপস্থিত ছিলেন বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাট এক নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম দফাদার সহ একাধিক নেতৃত্ব। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান বাংলা নিজের মেয়েকে চাই হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রচারে নামতে দেখা যায় বিধায়ক দিপেন্দু বিশ্বাস একাধিক নেতৃত্বকে। বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহানুর মন্ডল বলেন, আমরা দক্ষিণ বিধানসভার অন্তর্গত সাতটি পঞ্চায়েত রয়েছে যার মধ্যে বেশির ভাগ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এদিন তিনি বলেন ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে যাকেই প্রার্থী করবেন আমরা তার জন্য পথে নামতে তৈরি রয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ ভোট দেবেন। অন্যদিকে তিনি বলেন, বিধায়ক দিপেন্দু বিশ্বাসকে সব সময় মানুষের সঙ্গে থাকতে দেখেছি । তাই বসিরহাটের উন্নয়নের জন্য আবার বিধায়ক দিপেন্দু বিশ্বাসকে চাই। তিনি এদিন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বসিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে বিজেপি নামক একটি দল, বসিরহাট কে শান্ত রাখতে আপনারা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়লাভ করাবেন ।এদিন আব্বাস সিদ্দিকী কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ৩৪ বছর রক্তের দাগ যাদের হাতে লেগে রয়েছে সেই সিপিএমের সঙ্গে নিয়ে আব্বাসের জোট। এটা জোট নয় এটা ঘোট। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই আব্বাস সিদ্দিকীর এই সিদ্ধান্ত ।বাংলার মানুষ তথা সংখ্যালঘু সম্প্রদায় কোন মতেই মেনে নেবে না। এদিন বসিরহাটের এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম দফাদার বলেন ,বসিরহাট উন্নয়ন হয়েছে শুধু আমরা বলছি না এলাকার মানুষ বলছে তাই বিভিন্ন জায়গার মানুষের কথা মাথায় রেখে আবার আমরা এই বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয় লাভ করাবই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct