শরিফুল ইসলাম, মুর্শিদাবাদ: ছাত্র সংগঠন এসআইও মুর্শিদাবাদ জেলার উদ্যোগে রবিবার আয়োজিত হল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।
‘সুন্দর ভবিষ্যত গঠনে, চলো যায় কিশোর অঙ্গনে’ শিরোনামে এসআইও-র রাজ্যব্যাপী ক্যাম্পেনের অংশ হিসাবে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে এই পরিক্ষাটি নেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা ছিল।
দুটি স্তরে (তৃতীয় থেকে পঞ্চম ও ষষ্ঠ থেকে অষ্টম ) শিক্ষার্থীরা “মডেল ট্যালেন্ট সার্চ এক্সাম-২০২১” নামের এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই মেধা অন্বেষণ পরীক্ষা ছিল সম্পুর্ণ ব্যতিক্রমী।
শিশু-কিশোরদের পাঠের অভ্যাস গঠন, মেধা ও সৃজনশীলতার উন্মেষ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বই পড়াটা তাদের অভ্যাসে পরিণত করতে হবে। তাই কিশোর- কিশোরীর বই পড়ার চাহিদা এবং ইসলামিক জ্ঞান বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট পুস্তক দিয়ে দেওয়া হয়। সেই পুস্তকের আলোকে পুরো পরীক্ষাটি নেওয়া হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পন্ন হয়।
জেলার প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ১৫ ই মার্চ এই পরিক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
মেধা অন্বেষন পরিক্ষাটি নিয়ে এসআইও মুর্শিদাবাদ জেলার কিশোর অঙ্গন সেক্রেটারি শাহদাত হোসেন বলেন, “মেধা অন্বেষণ পরীক্ষা কিশোর-কিশোরীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে। আশা করি, এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান বিকাশে সাহায্য করবে”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct