দেবাশিস পাল, মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর। ইংলিশ বাজার শহরের বিভিন্ন এলাকায় এদিন বিকেলে হঠাৎই অস্ত্রধারী আধা সামরিক বাহিনীকে রুটমার্চ করতে দেখা যায়। প্রথম সারিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষী মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় সহ অন্যান্য পুলিশ কর্তারা।
আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোট হয় এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারে কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয় সেই বিষয় নিয়েও ভোটারদের সাথে কথা বলেন এদিন। এ বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ তারা শহরে রুটমার্চ করে ভোটারদের আশ্বস্ত করেছেন। ভোটদানে তাদের কেউ বাধা দিবেনা। নির্ভয় তারা ভোট দিতে পারবেন। এ বিষয়ে জেলাশাসক রাজষী মিত্র জানান ইতিমধ্যে জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে গত পাঁচ দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে। মঙ্গলবার প্রথম যৌথভাবে ইংরেজবাজার শহরের রুটমার্চ হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct