সুহানা সিমরান, কলকাতা: জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আজ বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কলকাতা সহ বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জমজমাট হয়েছিল এদিনের অনুষ্ঠান। বিভিন্ন গ্রুপে নানা বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা ছাড়াও ছিল মডেল প্রদর্শনী এবং তার ব্যাখ্যা। সবটাই ছিল অনলাইনে। এদিনের অনুষ্ঠান শুভারম্ভ হয় বর্ষীয়ান শিক্ষাবিদ ও সমাজকর্মী বিজ্ঞানী সমর বাগচীর বক্তৃতা দিয়ে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ছিলেন এ দিনের প্রধান অতিথি।
এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিপম কুমার সাইকিয়া। দিল্লি থেকে যোগ দিয়েছিলেন বিজ্ঞানী মতিআর রহমান খান, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিক্শির বিশিষ্ট গবেষক সুনীপ মুখার্জী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ জাভেদ, ড. দেবব্রত মুখার্জী প্রমুখ। সমস্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও গবেষকেরা। আগামী দিনে অনুসন্ধান নাম দিয়ে এই সংস্থা ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো কিছু আকর্ষণীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিশিষ্ট শিক্ষক নাঈমুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct