দেবাশিস পাল, মালদা: পাঁচ মাস ধরে বেতন না পেয়ে ইংরেজবাজারের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীরা বিক্ষোভে শামিল হলেন। টানা পাঁচ মাস বেতন না পেয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে তাদের। এমতঅবস্থায় তারা দিশেহারা। উল্লেখ্য, মালদা জেলার অন্তর্গত ইংরেজবাজার ব্লকে অবস্থিত সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র। ১৫ জন অস্থায়ী কর্মী রয়েছেন এখানে। তাদের অভিযোগ প্রায় পাঁচ মাস ধরে তারা বেতন পাননি। এই কাজের ওপর নির্ভর করেই ছেলেমেয়েদের পড়াশোনা, বাড়ির খরচ সমস্তটাই নির্ভর করে। কিন্তু বর্তমানে টানা পাঁচ মাস বেতন না পাওয়ায় তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এমত অবস্থায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা।
তাদের আরও অভিযোগ বিগত কয়েক বছর ধরে তারা কাজ করে আসছেন এখানে। কেউ পুকুর পরিষ্কারের কাজ করেন, কেউ মাছকে খাবার দেন আবার কেউ ডিম ফুটানোর কাজ করেন। মাসিক বেতন হিসাব তারা পারিশ্রমিক পেতেন ৮০০০ টাকা। বর্তমানে তাদের এই পাঁচ মাসের বেতন বকেয়া থাকলেও কাজ সচল রেখেছেন বলে জানান তারা। তবে এই বিষয়ে সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের ফার্ম ম্যানেজার অথবা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এই বিষয়ে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শুভময় বসু জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এরই মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় একটু জটিলতা তৈরি হয়েছে। তবে তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যেই সেই সমস্যার সমাধান হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct