আপনজন ডেস্ক: এতদিন অভিযোগ শোনা যাচ্ছিল কাশ্মীরে নাকি পণ্ডিতদের সঙ্গে কাশ্মীরি মুসলিমদের সাপে নেউলে সম্পর্ক। আর কামীরি মুসলিমদের অত্যাচারের শিকার উপত্যকার পণ্ডিতরা। কিন্তু কাশীরের বারামুলায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে রবিবার এক কাশ্মীরি পণ্ডিত মহিলার শেষ কৃত্য সম্পন্ন করলেন প্রতিবেশী মুসলিমরা। সাম্প্রদায়িক বিভেদকে দূরে সরিয়ে রেকে সম্প্রীথর নজির তৈরি কাশ্মীরি মুসলিমদের তাই প্রশংসায় মুখ হয়ে উঠলেন ওই মহিলার এক আত্মীয়। তিনি বললেন, মৃত পণ্ডিত মহিলার প্রতি স্থানীয় মানুষদের ভালবাসায় তারা মুগ্ধ।
এই সম্প্রীতির নজির হয়ে থাকা ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কুঞ্জরের তারহামা গ্রামে। জানা গেছে, কাশ্মীরি পণ্ডিত মতিলাল কউলের স্ত্রী রানা কউল শনিবার মারা যান। কিন্ত তার শেষ কৃত্য সম্পন্ন হতে দেরি হচ্ছিল। কারণ, মৃতের আত্মীয়রা দিল্লি থেকে শেষ কৃত্যে আসছিলেন। পরিস্থিতি দেখে স্থানীয় মুসলিমরা রবিবার তার শেষ কৃত্যের আয়োজন করেন। এলাকায় ৬০০ মুসলিমের বাস। তার মধ্যে একটিমাত্র পরিবার পণ্ডিত সম্প্রদায়ের।
মৃতের আত্মীয় এস এল রায়না বলেন, স্থানীয় মুসলিমদের এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে খুবই অভিনন্দনযোগ্য। একেবারেই ধারাণা ছিল না যে স্থানীয় মুসলিমরা রানিজির শেষ কৃত্যের সব আয়োজন এভাবে করবেন। তাই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।
েয কাশ্মীরের পণ্ডিতদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে ব্যাপক হইচই সেখানে এই ঘটনা অবশ্য সম্প্রীতির বাতারবরণের পক্ষে সওয়াল করবে তাতে সন্দেহ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct