সামিনুর আলম, পলাশি: নদীয়ার কালীগঞ্জের পলাশি মীরা দক্ষিণপাড়া ও ইবিএস গ্রুপের পরিচালনায় পুলওয়ামায় শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পলাশী সাংস্কৃতিক উৎসব , স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা, বস্ত্র বিতরণ, ফ্রীতে রক্তের গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে চারিদিকে রক্তের হাহাকার চলছে,অনেক মানুষকে রক্তের অভাবে বাঁচানো যাচ্ছে না। আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী যখন ভোট নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন রক্তের সংকট আরও প্রকট হবে। সেই ভবিষ্যতের কথায় মাথায় রেখে পলাশী মীরা দক্ষিণপাড়া ও ইবিএস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তের সংকট মেটাতে ইবিএস গ্রুপ যেভাবে কাজ করছে তা প্রশংসা কুড়িয়েছে। আর এইদিন রক্তযোদ্ধা ওসমানের মেজ চাচা, দাদা, ও বৌদি রক্তদান করেছেন। তাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য নদীয়া এবং মুর্শিদাবাদ থেকে বিভিন্ন সমাজসেবীর সংস্থাগুলি গুলো এসে উপস্থিত হয়েছিল। তাদের এই অভিনব উদ্যোগ রক্ত সংকট মেটাতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন বিভিন্ন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা। এদিন ইবিএস-এর ডাকে পলাশীতে রক্তদান উৎসবে একত্রিত নদীয়া এবং মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই মর্মে ব্রত হয় যে “নিজে ভালো থাকায় শুধু ভালো থাকা নয় , সকলকে নিয়ে ভালো থাকায় আসল ভালো থাকা”।
রক্তদান মানে জীবনদান , আর যে মানুষগুলো এই রক্তদান শিবিরে রক্ত দান করেছে তারা রক্ত দান নয় এক একটা জীবন দান করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct