এহসানুল হক, বসিরহাট: বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব জনসমুদ্রের মাঝে শেষ হল।এদিন আল্লামা রুহুল আমিন (রহ)এর মাজার শরীফে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লক্ষ্য লক্ষ্য মানুষ সমাবেত হয়।সমগ্র তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করেন,জেলখানার ইমাম আলহাজ মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য, শেষ দিনে উপস্থিত ছিলেন,পীরজাদা শরফুল আমিন, পীরজাদা মনিরুল আমিন, পীরজাদা নুরুল আমিন, পীরজাদা সিরাজুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, কাউন্সিলর আবু ইসহাক বাবু গাজী প্রমুখ।
শেষ দিনে আরাফ ফাউন্ডেশনের কর্ণধার খোবায়েব আমিন আগত বিশিষ্ট মেহমানদের স্মারক দিয়ে সংবর্ধনা জানান। তিনি বলেন, বসিরহাট আমাদের ঐতিহ্য, বসিরহাট আমাদের কাছে গর্ব। হিন্দু-মুসলিম মিলিত হয়ে আমরা বসবাস করি, আমাদের মধ্যে নেই কোন কলহ, নেই কোন দ্বন্দ্ব। আমাদের এই ভ্রাতৃত্বকে যারা নষ্ট করবে তাদেরকে আমরা ছেড়ে দেব না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আমাদের এই বসিরহাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের,আল্লামা রুহুল আমিন (রহ), দরগাপুরি হুজুরের। আমরা কোনদিন এর ঐতিহ্যকে নষ্ট হতে দেব না।
তিনি আরও বলেন, আল্লামা রুহুল আমিন (রহ)-এর নামে হাসপাতাল হবে। এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে তিনি আশা প্রকাশ করেন তিনি। খোবায়েব আমীন বলেন, আরাফ ফাউন্ডেশন সব সময় বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্য করা যায়।ঐতিহাসিক ইসালেস সওয়াবের আখিরি মোনাজাত করেন পীরজাদা নুরুল আমিন।
উল্লেখ্য,প্রতিবারের মত এবারেও শুক্রবার থেকে শুরু হল ৭৫ তম বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের তিন দিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব। জানা গেছে, রাজ্য তথা বাংলাদেশ, বিহার,আসাম ,ত্রিপুরা মত এই ইসালে সওয়াবে আগত মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা ও তাঁদের স্বাগত জানান পীরজ্বাদা খোবায়েব আমিন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “দাদা হুজুর পীর কেবলা হজরত আবুবকর সিদ্দিকী (রহঃ) এর প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন (রহঃ)এর প্রতিষ্ঠিত ঐতিহাসিক এই ইসালে সওয়াবে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই। আপনারা এই সময় শান্তি ও ধৈর্য বজায় রাখবেন এই আশা রাখি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct