আপনজন ডেস্ক: বামেদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আইএসএফ সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকী ঘোষণা করেছিলেন তিনি ব্রিগেডের সমাবেশে হাজির থাকবেন। সেই সঙ্গে তার সমর্থকদের এই সমাবেশে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন। সমাবেশে আইএসএফ পতাকা আর আব্বাস সিদ্দিকীকে নিয়ে আওয়াজ দেখে বোঝা গেল তার অনুগামীদের একটা বড় অংশের উপস্থিতি ছিল ব্রিগেডে।
তবে, এদিন সবচেয়ে অস্বস্তিতে ফেলে দেয় কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সঙ্গে তার সাপে নেউলে সম্পর্ক। এদিন প্রথমেই আব্বাস তাল কেটে দেনে অধীরের বক্ততৃার সময়। তার অনুগামীরা ‘ভাইজান ভাইজান’ বলে চিৎকার করায় অসন্তুষ্ট অধীর মঞ্চ চেড়ে চলে যেতে চাইলেও অবশেষ তিনি থেকে যান। তবে, আব্বাস যে কংগ্রেসের উপর রুষ্ট তা বোঝা যায় তার বক্তৃতায়।
আব্বাস সিদ্দিকী একদিকে বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি অধীরকে কটাক্ষ করতেও দ্বিধাবোধ করেননি। আব্বাস সিদ্দিকী অধীরকে লক্ষ্য করে বলেন, ভাগিদারি করতে এসেছি, তোষণ করতে হয়। বামেদের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করে আব্বাস বলেন, যেখানে বামেরা প্রার্থী দেবে, সেখানে রক্ত দিয়ে হলেও তাদের জেতাব। পুরনো দিনে কী হয়েছে সব ভুলে গিয়ে বিজেপি ও তাদের ‘বি’ টিম মমতা সরকারকে উৎখাত করে শূন্য করে ছাড়ব। আব্বাস চ্যালেঞ্জ দেন, ২০২১-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। পিছিয়ে পড়া মানুষদের অধিকার বুঝে নেওয়ার অঙ্গীকার করেন আব্বাস সিদ্দিকি। সব শেষে বলেন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct