আপনজন ডেস্ক: ইসরাইলি অধিকৃত অঞ্চলের মধ্যে পড়ে ফিলিস্তিনের হেবরন শহর। এবার সেই হেবরন শহরের প্রখ্যাত ইব্রাহিমি মসজিদের আজানে নিষেধাজ্ঞা জারি করল ইসরাইল কর্তৃপক্ষ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকায় অবস্থিত এই প্রাচীনতম মসজিদ ইব্রাহিমি। সম্প্রতি এই মসজিদের আজানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইহুদিদের পুরিম উৎসবের অজুহাতে সাময়িক এ নির্দেশনা জারি করে ইসরায়েল। এ ব্যাপারে ইব্রাহিমি মসজিদের প্রধান শায়খ হাফজি আবু সানিনা বলেন, গত বৃহস্পতিবার সন্ধার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত থাকে। এ নিষেধজ্ঞা আন্তর্জাতিক আইন প্রদত্ত ধর্মীয় উপাসনার স্বাধীনতাকে লঙ্ঘন করে। দীর্ঘ দিন যাবত প্রাচীন স্থাপনা হিসেবে ইবরাহিমি মসজিদের ওপর নানা রকম বিধি-নিষেধ জারি করে আসছে ইসরায়েলি দখলদার সেনারা। এছাড়াও অনেক দিন যাবত ইব্রাহিমি মসজিদের পুনর্নির্মাণ কাজে নানা রকম বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরাইলি দখলদার সেনারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct