রাকিবুল ইসলাম, বহরমপুর: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবাবের জেলায় শুরু হতে চলেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। রাজ্য সরকার সেই আবেদনে সারা দিয়ে জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলে। কিন্তু জেলার কোথায় তৈরি হবে সেই বিশ্ব বিদ্যালয় তা নিয়ে ছিল নানান জল্পনা। বিধানসভায় বিল পাশ হয়। জেলার ঐতিহ্যবাহী বহরমপুর কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নিত করায় সিলমােহর দেয় সরকার।
তারপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় শুরুর পক্রিয়া। আর জেলাবাসীর জন্য সুখবর এবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে নিযুক্ত হলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ সুজাতা ব্যানার্জী। বহু প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় শুরু হওয়াতে খুশি ও গর্বিত মুর্শিদাবাদ জেলাবাসী। শনিবার কৃষ্ণনাথ কলেজে সুজাতা ব্যানার্জীকে সম্বর্ধনা জানালেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভীষ্মদেব কর্মকার সহ সকল অধ্যাপক অধ্যাপিকারা। সমস্ত সরকারি প্রক্রিয়া মেনে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে বলে জানালেন সুব্রত সাহা৷ জেলার প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এক মহিলাকে ঘোষণা করায় অত্যন্ত গর্বিত তিনি।
জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এক মহিলাকে ঘোষণা করায় অত্যন্ত গর্বিত আমরা। বহু দিনের প্রতীক্ষার পর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় রূপায়িত হওয়ায় খুশি সুজাতা ব্যানার্জী সেইসঙ্গে জেলার প্রথম উপাচার্য পদে রাজ্য সরকার তাকে মনােনীত করায় এই দায়িত্বভার গ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি। আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে জেলার ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে চলুক। এমনটাই জানালেন সুজাতা ব্যানার্জী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct