আপনজন ডেস্ক: জ্যোতি বসুর জীবৎকালেই তার শূন্যস্থান পূরণে রাজ্যে সিপিএমের হাল ধরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম সরকারের পতনের পর বুদ্ধদেব বাবু অসুস্থতার কারণে আর মাঠে ময়দানে যেতে পারেন না। তবু বহু কষ্ট করে ২০১৯ সালের ব্রিগেড সমাবেঝে হাজির হয়ে বাম সমর্থকদের মনে হাসি ফুটিয়েছিলেন। তাই ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশে বুদ্ধবাবু ফের আসছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু সেই জল্পনা বেঙে দিয়ে শনিবার বুদ্ধবাবু জানালেন তার অসুস্থতার কারণে ব্রিগেড ময়দানে হাজির থাকতে পারছেন না। এই না থাকার যে বেদনা তা তিনি তার প্রেরিত বার্তায় স্পষ্ট করে দিয়েছেন। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি নাকে অক্সিজেনের নল নিয়ে শেষবার ব্রিগেড সমাবেশে স্মৃতি উসকে দিয়ে রবিবার বাম–কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশে যোগদান প্রসঙ্গে জানিয়ে দিলেন, অসুস্থতার কারণে ব্রিগেডে যাওয়া সম্বব হচ্ছে না।
পাম এভিনিউয়ের বাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এক বার্তায় জানান, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।’
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অসুস্থতা নিয়ে তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সেই বিপদ কাটিয়ে এখন তিনি বাড়িতেই রযেছেন। তবে তাকে চলতে হচ্ছে চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক যা পরিস্থিতি তাতে বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে ব্রিগেডে যোগ দেওয়া মুশকিল, কারণ গেলে তার ধকল সহ্য করা নিয়ে সন্দেহ রযেছেন। তাই বাড়িতেই তাকার পরামর্ম দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তবুও চুপ থাকতে পারেননি। ব্রিগেযে বামেদের সমাবশে না থাকতে পরারর যন্ত্রণার কথা তােই তিনি জানিয়ে দিলেন অকপটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct