আপনজন ডেস্ক: অসমে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ। তার আগে শাসক দল বিজেপির ঘুম কেড়ে নিয়েছে তাদের জোটসঙ্গী দলের ভোলবদলে। বিজেপির জোটসঙ্গী বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিজেপির জোট ছেড়ে কংগ্রেস-এআইইউডিএফ-এর মহাজোটকে সমর্থন জানিয়েছে। শনিবার বিজেপি সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করে কংগ্রেসে জোটে শামিল হওয়ার কথা জানাল বিপিএফ।
এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিপিএফ নেতা হাগ্রামা মহিলারি বলেন, স্থায়ী সরকার গঠন, দুর্নীতি মুক্ত অসম গড়া, শান্তি, ঐক্য ও উন্নয়নের স্বার্থে মহাজোটের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেওয়া হল। তাই বিজেপির সঙ্গে আরও কোনও বন্ধুত্ব নয়।
উল্লেখ্য, অসমে বোড়ো অধ্যুষিত এলাকায় নিয়ে গঠিত স্বশাসিত সংস্থা বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলে ক্ষমতায় বিপিএফ।
অসমের বিজেপি মন্ত্রিসভায় বিপিএফের তিনজন মন্ত্রী রয়েছেন। ডিসেম্বরে সিটিসির ভোটে ৪০টি আসনের মধ্যে ১৭টি আসন পেয়ে বিপিএফ একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেযেছে। সেই বিপিএফ বিজেপি সঙ্গ ছাড়ায় বিধানসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct