জৈদুল সেখ, কান্দি: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই মুর্শিদাবাদ জেলায় এসে পড়ে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তবে শুধু সরকারি খাতায় চিহ্নিত ‘স্পর্শকাতর এলাকা’য় গিয়ে চেনা ছকে রুট মার্চ নয়, মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় কার্যত জনসংযোগ অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর অফিসার এবং জওয়ানেরা। স্থানীয় পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন তাঁরা। জেলা পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে শুক্রবার সকাল থেকেই পুরন্দপুর ঘনশ্যাম থেকে শুরু করে কান্দী শহরের বিভিন্ন প্রান্তে চলে টহলদারি চালায়। কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি নজর দেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি রাস্তায় টহলের পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার। স্থানীয় পুলিশের সাথেই এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। অলি গলিতে, বিভিন্ন এলাকায় চলে টহলদারি। কেন্দ্রীয় বাহিনীকে স্থানীয় পুলিস প্রশাসন কান্দী থানার আই সি সুভাষ ঘোষ এলাকা চেনানোর জন্য হাজির ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct