আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা: জোর জটিলতা নিয়ে আজ মুখ খুললেন আইএসএফ-এর কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুক্রবার ফুরফুরা শরীফে এক সাংবাদিক সম্মেলন করেন আব্বাস সিদ্দিকী। সাংবাদিক সম্মেলনে আব্বাস সিদ্দিকী জানান, দীর্ঘ আলোচনার পর বামেদের সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়েছে। বামেরা আইএসএফের অনেকগুলি দাবি মেনে নিয়েছে। বামেদের থেকে যেসব আসনগুলো চেয়েছিলাম তার বেশিরভাগই আমাদেরকে দিয়েছে।
সিদ্দিকী আরও বলেন, তিরিশটি আসন ছাড়তে রাজি হয়েছে বামফ্রন্ট। তাই বামফ্রন্টের এই মনোভাবের জন্য তাদেরকে প্রশংসা করে বলেন, বামেদের যে মদিচ্ছা ছিল তা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। তবে আমরা আরো গোটা পাঁচেক সিটের আবেদন করেছি। সেটা নিয়েও আলোচনা চলছে আশাকরি হয়ে যাবে। কিন্তু কংগ্রেসকে নিয়ে আব্বাসের কপালে ভাঁজ। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন থেকে শুরু করে বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান সৌমেন পুত্র থেকে শুরু করে কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীরা এসেছে ফুরফুরা শরীফের আব্বাসের কাছে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দুবার বসেছে আলোচনাতে এরপরেও সমঝোতা হয়নি। এ ব্যাপারে আব্বাস সিদ্দিকী বলেন, আমরা চাই মানুষের বৃহৎ স্বার্থে কংগ্রেসের সঙ্গে যাতে মহাজোট হয়। ব্রিগেড সমাবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বামফ্রন্ট চাইছে আমরাও ব্রিগেডে যাই। তাই আমরা তাদের সঙ্গে সাথ দিয়ে ব্রিগেডে যাওয়ার চিন্তাভাবনা নিয়েছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন আমরা ৭০/৮০ টা আসন চেয়েছি বামফ্রন্ট অলরেডি ৩০টি আসন দিয়েছে। আরো পাঁচটি আসন দেওয়ার কথা চলছে। কংগ্রেস যদি ২৫/৩০ টা সিট দিয়ে দেন তাহলে আমাদের জোট পাক্কা। কংগ্রেসের সঙ্গে জোটে মুর্শিদাবাদ মালদা নিয়ে সমস্যা কিনা জানতে চাইলে আব্বাস বলেন, জোট মানে শুধু দক্ষিণবঙ্গ নয় জোট মানে সারা বাংলার জোট অর্থাৎ পুরো বাংলাতে সিট চাইব। তবে, আসাদউদ্দিন ওয়াইসির দল মিম -এর সঙ্গে জোট প্রসঙ্গে আব্বাস সিদ্দিকী জানান, আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী আলোচনার জন্য আবেদন করেছিলেন। তারা বলেছেন, একটা একটা বিষয় ক্লিয়ার করি তার পরে ভাবা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct