জৈদুল সেখ, কান্দি: বুধবার নবগ্রামের পলষণ্ডা মোড়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ ও পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের যৌথ উদ্যোগে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হল। যে সমাবেশের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায় ভুক্তদের অধিকার, তাদের কর্মসংস্থান, সরকারি সুযোগ সুবিধার আওতায় আছে কিনা- সমস্ত বিষয় তুলে ধরা হয়। এই সমাবেশের সবচেয়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশিষ্ট সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। বাম ও কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে আদিবাসী সম্প্রদায়ভুক্তদের সমস্যাকে তুলে ধরার পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডের আগে দারুণ প্রচার হিসাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সমাবেশ এমনই মনে করছে বঙ্গ ব্রিগেড বাহিনী।
পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের রাজ্য সভাপতি মোজাফফর হোসেন, সিপিএম জেলা সম্পাদক নৃপেন চৌধুরী, সিপিআই(এম) নেত্রী দেবলীনা হেমব্রম, সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct