আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনার অন্তর্গত বারাসাত জগদিঘাটা জগদিঘাটা স্পোর্টিং ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল নিজস্ব খেলার মাঠে।
এদিন ক্লাব সম্পাদক মোঃ রাশেক আলী ওরফে তপন বলেন, প্রতিবছরের ন্যায় আমরা ক্লাবের পক্ষ থেকে ১৬ দলীয় নক আউট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করে থাকি। এ বছরেও আমরা লক্ষাধিক টাকা খরচ করে বারাসাত বাসীকে উৎসাহ প্রদানের জন্য একটু বিনোদন ও শরীরচর্চার লক্ষ্যেই খেলাধুলা দিয়ে থাকি। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বারাসাত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, খেলাধুলায় অনন্য নজির সৃষ্টি করেছে জগদিঘাটা স্পোর্টিং ক্লাব। তিনি স্বামী বিবেকানন্দের একটি বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন “ঘরে বসে গীতা পাঠ করার থেকে মাঠে নেমে খেলাধুলা করা অতি উত্তম”। এই ক্লাবের সার্বিক উন্নয়নে একাধিক হাইম্যাস লাইট দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক তাপস দাস গুপ্ত, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আরিফ রেজা, ছোটজাগুলিয়া পঞ্চায়েত প্রধান নুরুল হক, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, ক্লাবের সদস্য মোরশেদ আলী, বিশিষ্ট সমাজসেবী শওকত আলী, আলী আক্তার, ইউনুস আলি, ইব্রা কয়াল, ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল হক, সাবির আলী, আহমাদ হোসেন, সঞ্চালক সেখ মইদুল ইসলাম (পল্টু) সাহাবুদ্দিন মন্ডল প্রমুখ।
ক্লাবের ক্রীড়া সম্পাদক বলেন এবছর “এফ.জি জাওয়ারিয়ার্স “ উইনার্সকে ৎ ও ৭০ হাজার এক টাকা সহ ট্রফি দিয়ে উৎসাহিত করা হয় । “আগুয়ান সংঘ “ রানার্স হয়েছে । তাদেরকে ট্রফি এবং ৬০ হাজার এক টাকা দিয়ে আমরা পুরষ্কৃত করি। এছাড়া প্রতিটি দলে যারা ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে তাদের আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করি। সমগ্র খেলা দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রণব মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct