হাসিবুর রহমান, কলকাতা: আপনজন: পশ্চিমবাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল মিটিং মিছিল করলে কোনো বাধা নেই। অথচ মিম-কে বাধা দেয়া হচ্ছে কেন এক সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন তুললেন মিমের রাজ্যের অবজারভার মাজিদ হাসান। মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসির প্রথম রাজনৈতিক সভা ছিল মেটিয়াবুরুজে বৃহস্পতিবার। কিন্তু তাতে পুলিশ অনুমতি না দেওয়ায় তা বাতিল করতে হয়। এরপর সাংবাদিক সম্মেলনে মাজিদ বলেন, এই সভার ৮ দিন আগেই পারমিশনের জন্য জয়েন্ট সিপি থেকে শুরু করে ট্রাফিক সমস্ত দপ্তরে মিমের কর্মীরা হাতে হাতে পারমিশন নেওয়ার জন্য চিঠি দিয়েছে। সভার আগের দিন জানানো হয় কোন পারমিশন নেই এই সভা করার জন্য। মিমের রাজ্যের অবজারভার মাজিদ হাসান আরও বলেন, একটা সভায় বাধা দিলেও আমরা মানবো না এখানে ইলেকশন লড়ার জন্য এসেছি। এলেকশন লড়ব, মেটিয়াবুরুজের সভা করব। সেইসাথে মগরাহাট, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান সহ একাধিক জায়গায় মিমের সভা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মার্চের ৪ তারিখ কলকাতায় আসছেন। তখন রাজ্য সরকার কত সভা বাতিল করবে আমাদের, সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, তৃণমূল আমাদের দেখে ভয় পেয়ে গেছে। তৃণমূল আমাদের বলছে বিজেপির বি টিম। আসলে তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে কাজ করছে। সেই তথ্য ফাঁস করে দেব। তার জন্য আমাদের সভা করার পারমিশন দিতে ভয় পাচ্ছে তৃণমূল সরকার।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামিরুল হাসান, ইমরান সোলাঙ্কি, শেখ সেলিম, শাপলা ভাদুড়ী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct