জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া: গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের সংকটে গোটা গ্রামের মানুষ । যার কারণে বৃহস্পতিবার পুরুলিয়ার ঝালদা দু'নম্বর ব্লকের কোটশিলা থানা এলাকার হীরাপুর আদারডি গ্রাম পঞ্চায়েতর হড়বহ গ্রামের মহিলারা করলেন পথ অবরোধ। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল থেকে প্রায় টানা তিন ঘণ্টা ধরে পথ অবরোধ করেন আড়শা বেগুনকোদর রাস্তার হড়বহ মোড়ে। অবরোধকারীরা জানান তারা অর্থাৎ হড়বহ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। তারা আরও জানান গ্রামে বেশ কয়েকটি নলকূপ থাকলেও সেগুলো অকেজো পাশাপাশি তারা দাবী করে বলেন প্রত্যান্ত এই গ্রামে আরও নলকূপের প্রয়োজন আছে ইত্যাদি। অবরোধকারীদের মধ্যে প্রতিমা মাহাত ও অঞ্জনা মাহাত প্রমুখরা বলেন পানীয় জলের সমস্যা নিয়ে বারে বার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিন সেকারণেই আমরা পথ অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কোটশিলা থানায় পুলিশ। তবে পুলিশকেও প্রাথমিক ভাবে হিমশিম খেতে হয় পথ অবরোধ তুলতে। অবশেষে অবরোধ স্থলে ছুটে আসতে হল ঝালদা দু'নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কে। তিনি এসে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ কথা বার্তা বলেন এবং সবকটা কথা তাদের শোনেন তারপর আশ্বাস দেন পানীয় জলের সমস্যার সমাধান আগামী ১৫ দিনের মধ্যে তিনি করে দেবেন। তারপরেই পথ অবরোধ উঠে যায়। এবিষয়ে ঝালদা মহাকুমা শাসক সুবর্ণ রায় জানান আমি শুনলাম সেখানে পথ অবরোধ করেছে স্থানীয় মহিলারা পানীয় জলের দাবিতে। ঝালদা দু'নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেখানে এসে কথা বলেছেন অবরোধকারীদের সঙ্গে। আশা করি খুব দ্রুত তাদের সমস্যার সমাধান হয়ে যাবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct