আপনজন ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনায় অনলাইন ক্লাসে অংশ নিতে অসুবিধায় পড়া পড়ুয়াদের কথা চিন্তা করে তাদের সমস্যা দূরীকরণে এবছরের মাদ্রাসা ও স্কুলের দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেওয়া হবে। পরে তিনি বলেন, যেহেতু একসঙ্গে এত ট্যাবের মেলা মুশকিল তাই ট্যাবের পরিবর্তে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর সেই টাকা দিয়ে ট্যাব না পেলে ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দমত মোবাইল ফোন কিনতে পারবে। ঘোষণার পর বেশ সময় বিলম্ব হলেও ইতিমধ্যেই সমস্ত স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পেয়ে গেলেও এখনো পর্যন্ত মাদ্রাসা ছাত্র ছাত্রীরা সে টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগে নদিয়ার করিমপুরের থানারপাড়া হাজী মুসলিম হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পথ অবরোধে শামির হল। তারা মাদ্রাসার সামনে পথ অবরোধ করে। তাদের অভিযোগ এই বিষয় নিয়ে তারা প্রধান শিক্ষকের সঙ্গে বরংবার যোগাযোগ করে। তিনি আশ্বাসও দেন খুব শীঘ্রই তাদের টাকার সমস্যার সুরাহা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তার কোনও সঠিক সমাধান না হওয়ায় তারা রাস্তা অবরোধের পথে এগিয়ে যায়। ছাত্র ছাত্রীদের এই অবরোধের বিষয় নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষকি বলেন, বহুবার ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করে অপেক্ষা করতে বলেছি, মাদ্রাসার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর সঙ্গে এবং ডিএম এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত নদিয়া জেলার মাদ্রাসাগুলোতে সেই টাকা এখনো পর্যন্ত না অাসায় ট্যাবের টাকা দেওয়া যাচ্ছে না। তাই আর অপেক্ষা না করে ছাত্র ছাত্রীরা পথে নেমেছে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বৃহস্পতিবারের মধ্যে সমাদাণ হওয়অর অঅশ্বাস দেওয়ায় ছাত্রছাত্রীরা তাদের অবরোধ তুলে নেয়। তবে তারা জানায় ওইদিন ট্যাবের টাকা না পেলে ফের বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct