জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: করোনা কাল থেকে আজ অবধি জয়পুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের গরীব, দুস্থ ও অসহায় পরিবার গুলোর পাশে থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জয়পুরের সমাজ সেবী তথা জয়পুর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি সিং দেও। দুঃস্থ অসহায় গরীব ও বিকলাঙ্গ মানুষ জনদের কখনো রেশনের পণ্য সামগ্রী, কখনো ত্রিপাল আবার বা কখনো জামা কাপড় বা পানীয় জলের ব্যাবস্থা করে দিয়ে জয়পুরের অলিতে গলিতে খুবেই চেনা মুখ হয়ে উঠেছেন।জানা যায় মঙ্গলবার জয়পুর যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দিব্যজ্যোতি সিং দেও এর নেতৃত্বে একটি মিছিল বের হয় কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তথা পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। যে মিছিল শুরু হয় তৃণমূল যুব কংগ্রেসের কার্য্যালয় থেকে জয়পুর হসপিটাল মোড় পর্যন্ত। তবে এই মিছিলে পা রাখেন শুধুমাত্র মহিলারাই। তৃণমূল যুব কংগ্রেস আয়োজিত এই মিছিলে হাঁটা একাধিক মহিলা জানালেন তারা জয়পুরের এই আসনটিতে দিব্যজ্যোতি বাবু কে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখতে চান। হাজার দুয়েক মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে উপস্থিত হয়ে আরও একবার প্রমান করে দিলেন দিব্যজ্যোতির বিকল্প হয় না। পাশাপাশি মিছিলে অংশ গ্রহণকারী মহিলারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন। জয়পুর বিধানসভা এলাকায় রোপো অঞ্চলের শিয়ালগাড়া গ্রামের দীপিকা মাহাত বলেন, দিব্যজ্যোতিবাবু খুব বড় মনের মানুষ, মানুষের দুঃখে বিপদে পাশে থাকেন তার তুলনা করা যায় না। কোটশিলার কানাই কুমার, আড়শার বিন্দেশ্বর গরাই, মুকুন্দপুরের নইম সা ও আলোক হাজরারা দিব্যজ্যোতি বাবুর প্রশংসা করে বলেন করোনা কাল থেকে আজ অবধি তিনি প্রতিটি মানুষের দুঃখের সময় পাশে থেকে সাধ্যমত সাহায্য করেই চলেছেন।যে সাহায্য পেয়ে খুবই উপকৃত হয়েছেন এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষজনের পাশাপাশি বিকলাঙ্গরাও।
তারাও দাবি করে বলেন আসন্ন বিধান সভা নির্বাচনে জয়পুরের আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে দিব্য জ্যোতি সিং দেও কে চাই। তারা আরো বলেন দিব্য জ্যোতি বাবু খুবেই বড় মনের মানুষ আর মন বড় থাকলে জয় নিশ্চিত তৃণমূলের এই আসনে।
তবে এখনই কিছু বলা যাবে না কে হন এই আসনে তৃণমূলের প্রার্থী ? যার কারণে দিব্যজ্যোতি সিং দেও বাবুর অনুগামীরা অধীর আগ্রহে প্রহর গুনছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct