আপনজন ডেস্ক: নিজেদের দাবি আদায়ে ফ্যাকাল্টি অভিযানের ডাক দিয়েছেন রাজ্যের রেডিও টেকনোলজিস্টরা। বেলেঘাটার এসটেট মেডিক্যাল ফ্যাকাল্টি থেকে বর্তমানে ১২ টি প্যারামেডিক্যাল কোর্স পড়ানো হয়। এন্ট্রান্স ও কাউন্সেলিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন ইনস্টিটিউটে পড়ার সুযোগ পায়। ছাত্রছাত্রীদের অভিযোগ প্রতিষ্ঠানে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরএবং তাদের সমস্যা সমাধানের বিষয়ে ফ্যাকাল্টি উদাসীন। ক্লাসরুম , শিক্ষক, লাইব্রেরী, ফ্যাকাল্টি টেকনোলজিস্ট এবং পঠনপাঠন ও শিক্ষণের ব্যবস্থা নেই সেইসব প্রতিষ্ঠানকেও পড়ানোর স্বীকৃতি দেওয়ার অভিযোগও এনেছেন পড়ুয়ারা। এছাড়াও ডিআরডি কোর্সের উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই এ রাজ্যে। দীর্ঘদিন ধরে এমটিআরডিদের নিয়োগ না হওয়ায় ডিআরডি কোর্স করার পর বৃহৎসংখ্যক বেকারত্ব বেড়েছে বলে তাদের অভিযোগ। এমতাবস্থায় ডিআরডি কোর্সের ভবিষ্যৎ না থাকায় এই কোর্স সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়ে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা ফ্যাকাল্টি অভিযান ও ১২ দফার ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাদের বিভিন্ন দাবি সমূহ হল, যতদিন না নিয়মিত নিয়োগ হচ্ছে ডিআরডি কোর্স পড়ানো বন্ধ রাখতে হবে। প্রতিবছর রেডিওগ্রাফারদের নিয়োগের সঙ্গে রেশিও মেনটেইন করে স্টুডেন্ট নিতে হবে। বছর বছর লাগামহীন সিট বাড়ানো যাবে না,রেডিওগ্রাফারদের উচ্চ শিক্ষার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের আরও দাবি এরাজ্যে রেডিওগ্রাফারদের ডিগ্রি কোর্স চালু করতে হবে। ক্লাসরুম, শিক্ষক, লাইব্রেরী, ফ্যাকাল্টি টেকনোলজিস্ট এবং পঠনপাঠন ও শিক্ষণের ব্যবস্থা নেই সেইসব ইনস্টিটিউটে প্যারামেডিক কোর্স করানো যাবে না। স্টুডেন্টদের দিয়ে অতিরিক্ত ডিউটি করানো যাবে না,রেডিওলজি পোস্ট গ্রাজুয়েশন করানোর পরিকাঠামো যেসব মেডিকেল কলেজ রয়েছে কেবল সেই সব প্রতিষ্ঠানে ডিআরডি স্টুডেন্ট পাঠাতে হবে, অন্যথায় নয়। অবিলম্বে ইন্টার্নশিপের ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করতে হবে। দূরবর্তী পড়ুয়াদের জন্য হোস্টেলে সুবিধা প্রদান করতে হবে। লাইব্রেরীতে বই তোলার অনুমতি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct