আপনজন ডেস্ক: প্রায় শেষ মুহূর্তে হায়দরাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসির পশ্চিমবেঙ্গের প্রথম মিটিং বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি কলকাতা সংলগ্ন মেটিযাবুরুজের পিঙ্ক স্কোয়ারে এ রাজ্যে প্রথম মিটিং করার কথা ছিল আসাদউদ্দিন ওয়াইসির। সেই মতো মিম-এর রাজ্য সংগঠকরা তোড়জোড় করেছিলেন মিটিং সফল করার জন্য। কিন্তু সূত্রের খবর প্রশাসনিক অনুমতি না মেলায় আসাদউদ্দিন ওয়াইসির এই মিটিং বাতিল করতে হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা মিম-এর মুখপাত্র ইমরান সোলঙ্কি ফোনে ‘আপনজন’কে জানান, রাজ্য সরকারের অনুমতি না মেলায় প্রশাসনিক জটিলতার কারণে এই মিটিং বাতিল করা হল। সেই তিনি জানান বৃহস্পতিবার দুপুরে প্রেস এ ব্যাপারে প্রেস কনফারেন্স করা হবে। ওই প্রেস কনফারেন্সে মিটিং বাতিল হওয়ার বিস্তারিত কারণ জানানো হবে।
অন্যদিকে মেটিয়াবুরুজের মিটিং বাতিলের খবর প্রথমে প্রচার হতে শুরু করে ইমরান সোলাঙ্কির ফেসবুক পেজ থেকে। তার ফেজবুক পেজে ‘রাজ্য সরকার ভয় পেয়ে গেছে’ শিরোনামে লেখেন, ‘বাংলার সরকার এক পাগলকে ভয় পায়। পুরো কর্তৃপক্ষ কেঁপে গেছে’।
সেই সঙ্গে আরও বলা হয়, আসাদউদ্দিন ওয়াইসি ঘাবড়ানোর পাত্র নন। এ কর্মসূচি আপাতত বাতিল হলেও ফের আওয়াজ তোলা হবে। পরবর্তী তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, এর আগে রাজ্যে আসাদউদ্দিন ওয়াইসি এলেও তিনি কোনও মিটিং মিছিল করেননি। সোজা ফুরফুরায় গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে আবার হায়দরাবাদের ফিরে যান। তাই ২৫ ফেব্রুয়ারি মেটিয়াবুরুজে তার ঘোষিত মিটিংয়ের দিকে সবার চোখ ছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় আপাত এ রাজ্যে নির্বাচনের আগে আসাদউদ্দিন ওয়াইসির প্রথম রাজনৈতিক মিটিং বাতিল করতে হল মিমকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct