আপনজন ডেস্ক: মায়ামারের ১২০০ নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত। মালয়েশিয়ার স্থানীয় সময় বিকালে মায়ানমারের এ নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অ্যাসাইলাম অ্যাকসেসের আইনজীবী নিউ সিন ইয়েয়ো জানিয়েছেন, বুধবার সকালে আদালত মায়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে যে বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছে তা শুনবে। মালয়েশিয়ায় আটক মায়ানমারের এই ১২০০ নাগরিকের মধ্যে শিশু ও আশ্রয়প্রার্থীরাও রয়েছেন। এদেরকে ফেরত নিতে মায়ানমারের সেনাবাহিনী মালয়েশিয়ায় তিনটি জাহাজ পাঠিয়েছে। চলতি মাসেই মায়ানমারের সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছে। ১ ফেব্রুয়ারির ওই অভ্যুত্থানের বিরোধিতায় দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে কয়েক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct