জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া: নির্বাচনের মুখে লাল কালিতে হাতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও পাহাড়তলিতে। রবিবার ও সোমবার পাহাড়ের বিভিন্ন অংশে মাও পোস্টার উদ্ধার হয়। সম্প্রতি রবিবার পোস্টার পাওয়া গিয়েছিল ঝালদা থানার খামার বিট এলাকায়। তবে সোমবার মাও পোস্টার পাওয়া গেল বলরামপুর থানার মুরুবেড়া গ্রামে, কোটশিলা ব্লকের মুরগুম বিট ও বেগুনকোদর গ্রামে।
প্রতিটি এলাকার মাও পোস্টারের বয়ান মোটামুটি একই ছিল। যেগুলোর মধ্যে রয়েছে কৃষি বিল প্রত্যাহার, মাও লিংকমেনদের চাকরি দেওয়া, রেশন ডিলারের দুর্নীতির হুঁশিয়ারি, মাও নেতা বিক্রমকে ধরিয়ে দেওয়ার জন্য প্যালারাম সরেন নামক জনৈক ব্যক্তিকে হুঁশিয়ারি ইত্যাদি।
রাজ্য পরিবর্তনের আগে পাহাড়ি এই এলাকাগুলোতে নিয়মিত মাওবাদী পোস্টার পড়তো। ফলে এলাকার মানুষ বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না। অনেকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা এদিন ভোর বেলায় শৌচালয় ও প্রাতঃ ভ্মণে বেরিয়ে দেখতে পান পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন বাড়িতে মাও পোস্টার পড়েছে। যার কারণে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এলাকায়।
কয়েকদিন আগে তথাকথিত কিছু মাওবাদী লিংক ম্যান জেলা শাসকের দপ্তরে সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন।
এদিনও উদ্ধার হওয়া পোস্টারগুলিতে মাওবাদীদের চাকরি বিষয়টি থাকায় পুলিশ সন্দেহ করছে ওই লিঙ্ক মেনদের একটি অংশ পোষ্টার কাণ্ডে জড়িয়ে থাকতে পারি। পুলিশ বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না। জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেছেন ঘটনা নিয়ে তদন্ত চলছে এখনই কিছু বলা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct