আপনজন ডেস্ক: সমস্ত ভারতীয় হিন্দু পূর্বপুরুষের বংশধর ও ভারতে কেউ বিদেশি নয়, রবিবার এক বই প্রকাশ অনুষ্ঠানে এ কথা বললেন আরএসএসের প্রধান মোহন ভাগবত।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রাক্তন আরএসএস প্রচারক এবং সেন্টার ফর সিভিলাইজেশন স্টাডিজ সেন্টারের পরিচালক রবি শঙ্করের লেখা ‘ঐতিহাসিক সময়কাল গণনা: একটি ভারতীয় আলোচনা’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ব্রিটিশরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতাবাদী অনুভূতি জাগিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছিল। আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে এবং দেশের উন্নয়নে নিবেদিত থাকার আবেদন করছি।
ভাগবত আরও বলেন, বশক্তিশালী দেশগুলি একটি দুর্বল দেশের উপরে রাজত্ব করার চেষ্টা করে। তাই আর উদাহরণ দেওয়ার দরকার নেই। এছাড়া মোহন ভাগবত ভারতীয়দের কাছে আর্জি জানান, দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য পরম্পরার কথা যেন ভুলে না যান। কারন বিদেশিদের ভারত আক্রমণের ফলে সেই সব সমৃদ্ধ ও গৌরবময় ঐতিহ্য ভুলে গেছিল।
ভারতে কৃষিক্ষেত্রের মূল-নিহিত ঐতিহ্যের কথা উল্লেখ করে ভাগবত বিহারের এমন একটি পরিবারের উদাহরণ তুলে ধরেন যারা উচ্চ শিক্ষিত কিন্তু এখনও সম্পূর্ণ কৃষিতে নিযুক্ত রয়েছেন। তিনি দেশে জৈব চাষেও বাস করতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct