আপনজন ডেস্ক: কর্নাটকের বিদার স্বনামধন্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ সংস্থা শাহীন একাডেমী ও কলকাতার দ্য ক্রিসেন্ট স্কুল-এর যৌথ উদ্যোগে বাংলার ছাত্র-ছাত্রীদের ডাক্তার তৈরি করার লক্ষ্যে বিষ্ণুপুর থানার পীরতলার এ আর এম ভিলাতে রবিবার এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানদীপ্ত বক্তব্য রাখেন। নিট পরীক্ষায় উত্তরণে ছাত্র-ছাত্রীদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত এ বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন বিভিন্ন শিক্ষক ও শিক্ষাবিদগণ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ক্রিসেন্ট স্কুল এর অধ্যক্ষ ময়ূখ ব্যানার্জি, ডিরেক্টর জুলেখা বেগম, সিাংবাদিক সমাজসেবক মুহাম্মম আলাউদ্দিন, শিক্ষারত্ন প্রাপক নূরনবী জমাদার, সমাজসেবী গোলাম পাঞ্জাতন, কবি পরেশ সরকার, বাংলার রেনেসাঁর সম্পাদক আজিজুল হক, আখের আলি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মনিরুজ্জামান ও নাজিম মোল্লা। মুসলিম পরিবারের ছাত্রীদের ডাক্তারি পড়ার উচ্ছ্বাস ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, কর্নাটকের শাহীন একাডেমী দিদার সেন্টার থেকে ২০২০ সালে ৪২৫ জন সরকারি হাসপাতালে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে। শাহীন একাডেমীর সফলতার পিছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষক, উৎকৃষ্ট স্টাডি মেটেরিয়াল, উন্নত পদ্ধতিতে মক টেস্ট, বিজ্ঞানভিত্তিক শিক্ষাপ্রদান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct