আপনজন ডেস্ক: রবিবার সন্ধ্যায় দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে ও কেন্দ্রীয় কারা কানুন কৃষি আইন বাতিলের দাবিতে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে দেগঙ্গার হামাদামা বাজারে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল থেকে নরেন্দ্র মোদী সরকারের তিন কৃষি আইন বাতিলের জোরালো আওয়াজ উঠে।
মিছিলে উপস্থিত হয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে দিল্লিতে ধারাবাহিক কৃষক আন্দোলন মোদি সরকারের হিটলারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। তাঁদের এই ঐতিহাসিক আন্দোলনকে আমরা বারবার সমর্থন করেছি। আমরা আজ এই মিছিল থেকে কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবি করছি।’ সাধারণ মানুষকে সর্বত্র কৃষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুহাম্মদ কামরুজ্জামান। এই মশাল মিছিলে সবার হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেকা ছিল ‘কর্পোরেট বন্ধু কৃষক বিরোধী ফ্যাসিবাদ নিপাত যাক’। আমরা করব জয় স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে কৃষকদের সমর্থনে এই মশাল মিছিল হয়। অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন অজয় সাধুখাঁ, আলী আকবর, মুফতি রুহুল আমিন, মাওলানা নুরুল আমিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct